Type Here to Get Search Results !

পিচ্চি কনফেশন

আমাকে নিয়ে যে পিচ্চি কনফেশন লিখেছিলো তার বয়স কম হলেও তার ভালবাসার ধরনটা ছিলো হাই লেভেলের। তাঁর ভালবাসার বর্হিপ্রকাশ, তাঁর কর্থাবার্তা সব কিছু দেখে আমি মাঝে মাঝে দূর্বল হয়ে যেতাম, কিন্তু প্রেম করার ইচ্ছাটা কখনো হতো না আমার। দুইবার বাঁশ খেয়ে তৃতীয়বার প্রেম করার ইচ্ছা না হওয়াই হয়তো স্বাভাবিক, এক কথায় ভয় লাগে প্রেমে পড়তে, তবে আমি তাঁর প্রতি কিছুটা হলেও দূর্বল হয়ে গিয়েছিলাম। সে প্রথমবার যখন আমাকে প্রোপোজ করে আমি ডিরেক্ট তাঁকে না বলে দেই কিন্তু সে থেমে থাকেনি, বারবার চেষ্টা করে গেছে আমার মনে জায়গা করে নিতে। তাঁর কনফেশন দেখে আমি সেদিন কিছুটা হলেও তাঁর প্রেমে পড়েছিলাম, তাঁকে বলেছিলাম-- তুমি ভালভাবে পড়ালেখা করো, আরো বড় হও পরে ভেবে দেখবো। সে আমাকে বলছিলো-- আমি আজীবন অপেক্ষা করবো আপনার জন্য, কারণ আপনিই আমার জীবনের প্রথম এবং শেষ ভালবাসা।
এখন ব্যাপার হলো এই পিচ্চিকে দেখলাম গতকাল রিলেশনশিপ স্টাটাস দিয়েছে তাও আবার আমারই এক ছোট ভাইয়ের সাথে। 😅😅
ঝামেলাটা হয়েছে আমার আইডি ডিজেবল হওয়ার পর নতুন আইডি খুলে তাঁকে রিকু দেওয়ার কথা আমি ভুলে গিয়েছিলাম। আজ হঠাৎ তাঁর কথা মনে পড়তেই আইডি খুজে বের করলাম রিকু দেওয়ার জন্য, গিয়ে দেখি এই অবস্থা, যা দেখে আমি সত্যিই শিহরিত।😱
---- প্রিয় পিচ্চি এই পোস্ট দেখার পর হয়তো তোমার কিছুটা খারাপ লাগতে পারে, তবে ভেবো না আমি কষ্ট পেয়েছি, বরং আমি খুশিই হয়েছি। তুমি যেহেতু এই গ্রুপে কনফেশন দিয়ে আমাকে প্রোপোজ করেছিলে তাই আমিও গ্রুপে পোস্ট দিয়ে তোমার কাছে প্রশ্ন রেখে গেলাম।
কোথায় গেলো তোমার সেই ভালবাসা?
তুমি না আজীবন অপেক্ষা করবে আমার জন্য?
আমি আগেই বলেছিলাম তোমাকে এগুলো ভালবাসা না, শুধুই আবেগ। 🥰🥰🥰

Top Post Ad

Below Post Ad