এক্স মা হবে শোনার পর থেকে নিজের মধ্যে বাবা বাবা একটা ফিল কাজ করছে। আসলে সন্তান হওয়া নিয়ে আমরা এতোটাই পরিকল্পনা করেছিলাম যে, এখন এক্স মা হবে শুনেই আমি বাবা হওয়ার ফিল পাচ্ছি। এক্স এই গুড নিউজ দেওয়ার জন্য কাল থেকে নক দিচ্ছে-- একটা কথা ছিলো, একটা গুড নিউজ ছিলো, একটু শুনবা ইত্যাদি ইত্যাদি অনেক ম্যাসেজ দেওয়ার পর আমি রিপ্লাই দিয়ে তাঁর গুড নিউজ জানতে চাইলাম। সে কতগুলো হাহাহা ইমো দিয়ে বললো-- বলো তো কি গুড নিউজ হতে পারে?
আমি বললাম-- নাটক বাদ দিয়ে সোজাসুজি বলো নাহলে ব্লক খাবা। এবার এক্স কোন ভনিতা না করেই বললো--"আমি মা হতে যাচ্ছি, আর তুমি মামা"।
এক্স'কে অভিনন্দন জানিয়ে বললাম-- বেঁচে থাক বোন, তুই প্রতি বছর মা হ আর আমাকে মামা হওয়ার সুযোগ করে দে।
Social Plugin