Type Here to Get Search Results !

ফেইসবুকের রঙ নীল কেন?

ফেইসবুকের রঙ নীল কেন?

মার্ক জুকারবার্গ সাহেবের পিছনে কয়েক বছর কাল্পনিক গোয়েন্দাগিরি করিবার পর যাহা জানা গেল তাহাই ফেইসবুককাক্ষরে লিখিত করিলাম- মার্ক জুকারবার্গ সাহেবের স্ত্রীর প্রিয় রং হলো নীল। নীল রং হল এমন একটা রং যে, মেয়েদের পছন্দের রঙের আদমশুমারি (রংশুমারি) করলে দেখা যাবে, ৯০% মেয়ে নীল রং পছন্দ করে। নীল রঙ পছন্দ করাটা হচ্ছে এক ধরনের ছুঁয়াচে রোগ। যেমন, প্রেমিক পছন্দ করে লাল রং। প্রেমিকা পছন্দ করে নীল রঙ। প্রেমে হাবুডুবু খাওয়া কালে প্রেমিক তার আদরা প্রেমিকার মন রক্ষা করতে গিয়ে একসময় তার পছন্দের রং লাল রঙের উপর নীল রঙের প্রলেপ লাগিয়ে দেয়। এর ফলে তার পছন্দের রং লাল নীল=বেগুনি হয়ে যায়!

জুকারবার্গ সাহেব পছন্দ করে সাদা রং। তার স্ত্রীর প্রিয় নীল রঙ দিয়ে তিনি তার পছন্দের রং 'সাদা'র একাংশ নীল রঙ্গে রঞ্জিত করে। যাহা আমরা ফেইসবুকে আসিলে দেখিতে পারি- উর্ধাংশ নীল। নিম্মাংশ সাদা।

Top Post Ad

Below Post Ad