দেখতে দেখতে ২৬ বছর পার করে ফেল্লাম, বাংলাদেশের গড় আয়ু হিসেবে, জীবনের প্রায় অর্ধেকটা সময় তো শেষই করে ফেলছি। আমার মনে আছে..
- সেই দিনই তো প্রথম বৈদ্যুতিক বাতি দেখে আমি বিষ্মিত হইছিলাম।
- ঐ দিন না, চাচা এসে বল্লল "তুমার একটা ছোট বোন হয়েছে" কতই না খুশি হয়েছিলাম সেই দিন।
- সেই দিনই না, শীতলক্ষা নদীতে বন্ধুদের নিয়ে কত ঝাঁপা-ঝাঁপি করছি।
- বাবার পকেট থেকে, মায়ের মাটির ব্যাংক থেকে টাকা চুরি করে ভিডিও গেমস খেলতে গেছি, সেইদিনকার কথা তো..
- আরে সেই দিনই তো SSC পরীক্ষার পাশের খবর নিয়ে মায়ের পা ছুঁয়ে সালাম করতেই, আম্মা বুকে জড়িয়ে নিয়ে তার গলার স্বর্নের চেইন আমাকে পরিয়ে দিছিল।
- সেই দিনই তো ক্রিকেট বল আর ব্যাট হাতে নিয়ে সারা দিনই মাঠে পইরা থাকতাম।
- সেই দিন না বাংলাদেশ আর্মিতে ISSB থেকে রিজেক্ট খাইলাম।
- আরে সেই দিনই তো প্রিয়ার হাতে প্রথম হাত রাখতে গিয়ে সারা শরির কেঁপে উঠছিল।
- সেই দিনই তো বড় ভাইয়ের কাছ থেকে ব্লগিং করার মূল মন্ত্র শিখছি।
- এলাকার চার বন্ধু মিলে সেদিন না, অনলাইন সাপোর্ট গঠন করলাম।
- আরে এইতো, কিছুদিন হইল ডেভসটিম গঠনের প্রথম মিটিং করলাম।
- সেই দিন না ফ্রীলেন্সার ডট কম থেকে ১০ হাজার ডলারের প্রথম পুরস্কার পাইলাম।
- কয়েকদিন আগেই তো এক বন্ধু ফোন দিয়া কইল "মামা তুমি আর আমি দুইজনেই অনার্সে সেকেন্ড ক্লাস পাইছি"
কিভাবে কিভাবে এতগুলো বছর পার হইয়া গেল কিছুই বুঝতাছি না, হিসাবের খাতা নিয়া ভাল ভাবে বসতে হবে...
- সেই দিনই তো প্রথম বৈদ্যুতিক বাতি দেখে আমি বিষ্মিত হইছিলাম।
- ঐ দিন না, চাচা এসে বল্লল "তুমার একটা ছোট বোন হয়েছে" কতই না খুশি হয়েছিলাম সেই দিন।
- সেই দিনই না, শীতলক্ষা নদীতে বন্ধুদের নিয়ে কত ঝাঁপা-ঝাঁপি করছি।
- বাবার পকেট থেকে, মায়ের মাটির ব্যাংক থেকে টাকা চুরি করে ভিডিও গেমস খেলতে গেছি, সেইদিনকার কথা তো..
- আরে সেই দিনই তো SSC পরীক্ষার পাশের খবর নিয়ে মায়ের পা ছুঁয়ে সালাম করতেই, আম্মা বুকে জড়িয়ে নিয়ে তার গলার স্বর্নের চেইন আমাকে পরিয়ে দিছিল।
- সেই দিনই তো ক্রিকেট বল আর ব্যাট হাতে নিয়ে সারা দিনই মাঠে পইরা থাকতাম।
- সেই দিন না বাংলাদেশ আর্মিতে ISSB থেকে রিজেক্ট খাইলাম।
- আরে সেই দিনই তো প্রিয়ার হাতে প্রথম হাত রাখতে গিয়ে সারা শরির কেঁপে উঠছিল।
- সেই দিনই তো বড় ভাইয়ের কাছ থেকে ব্লগিং করার মূল মন্ত্র শিখছি।
- এলাকার চার বন্ধু মিলে সেদিন না, অনলাইন সাপোর্ট গঠন করলাম।
- আরে এইতো, কিছুদিন হইল ডেভসটিম গঠনের প্রথম মিটিং করলাম।
- সেই দিন না ফ্রীলেন্সার ডট কম থেকে ১০ হাজার ডলারের প্রথম পুরস্কার পাইলাম।
- কয়েকদিন আগেই তো এক বন্ধু ফোন দিয়া কইল "মামা তুমি আর আমি দুইজনেই অনার্সে সেকেন্ড ক্লাস পাইছি"
কিভাবে কিভাবে এতগুলো বছর পার হইয়া গেল কিছুই বুঝতাছি না, হিসাবের খাতা নিয়া ভাল ভাবে বসতে হবে...
Social Plugin