সিটিসেল চাইলে তাদের বর্তমানে চালু সিডিএমএ টেকনোলজী দিয়েই থ্রিজির মানের ইন্টারনেট সেবা চালু করতে পারত। টেলিটক, বাংলালায়ন, কিউবি পারতো দেশের ইন্টারনেট বাজার দখল করতে। এখন আপাততঃ গ্রামীনফোনের অপেক্ষা ছাড়া উপায় নাই। দেশিদের চেয়ে ভীনদেশীরা যখন বেশি সুবিধা দেয় তখন ভীনদেশীদের সেবা গ্রহণও দেশপ্রেম।
বৃটিশরা এই দেশ ১৯০ বছর এমনি এমনি শাসন করে নাই। তারা মেধাবী ছিল। ভারত বর্ষের ট্রেন যোগাযোগ, শিক্ষাব্যবস্থাসহ অনেক কিছুর জন্যই আমাদের মাথা বৃটিশদের কাছে নত হয়েছে। নিজেরা ভাল না হলে মাথা যতই উপরে তুলতে চাইবেন, মাথা নত হয়ে যাবে।
বৃটিশরা এই দেশ ১৯০ বছর এমনি এমনি শাসন করে নাই। তারা মেধাবী ছিল। ভারত বর্ষের ট্রেন যোগাযোগ, শিক্ষাব্যবস্থাসহ অনেক কিছুর জন্যই আমাদের মাথা বৃটিশদের কাছে নত হয়েছে। নিজেরা ভাল না হলে মাথা যতই উপরে তুলতে চাইবেন, মাথা নত হয়ে যাবে।
Social Plugin