আজকে আমাকে আর তোমার কোনো প্রয়োজন নেই। অনেক মানুষ এখন তোমার চারিধারে।
কারো হাতে ফুল, কারো হাতে ভালোবাসার মাঁলা। কারো হাতে তোমার প্রিয় চকলেট।
শুধু আজ আমি তোমার পাশে নেই।
ভালো থেকো তুমি, ভালো থাকো তাদের নিয়ে, যারা তোমাকে নকল ভালোবাসা দিয়ে উন্মাদ করে রেখেছে।
Social Plugin