যারা নতুন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য গাইডলাইন
একদম কিছু না জানলে আমাদের বেসিক টিউটোরিয়ালগুলো দেখুন। যেগুলোর লিংক: https://www.youtube.com/watch…
এরপর আপনাকে বুটস্ট্রাপ শিখতে হবে। এই জন্য আপনি প্রথমে w3schools থেকে বুটস্ট্রাপের বেসিক শিখুন। তারপর বুটস্ট্রাপের ডকুমেন্টেশন পড়ে বুটস্ট্রাপের আরও বেশি শিখুন। মোটামুটি বুটস্ট্রাপ শেখার পরে আপনি ১৫০+ সেকশন কোর্সটি করার জন্য প্রস্তুত।
সেটির লিংক: https://www.youtube.com/watch…
১৫০+ কোর্সটি শেষ করার পর বেসিক পিএইচপি কোর্সটি করুন। এই কোর্সের লিংক: https://www.youtube.com/watch…
পিএইচপি কোর্সটি করার পাশাপাশি পিএসডি থেকে কিভাবে এইচটিএমএল করতে হয় তা শেখার জন্য পিএসডি টু এইচটিএমএল কোর্সটি করুন: https://www.youtube.com/watch…
পিএইচপি বেসিক শেখার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল দিন। ইউটিউবে অনেক বেসিক ওয়ার্ডপ্রেসের কোর্স পাবেন। সেগুলো দিয়ে শিখুন। কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নাড়াচাড়া করেন, কিভাবে ওয়ার্ডপ্রেস কাজ করে সেগুলো বোঝার চেষ্টা করুন।
বেসিক ওয়ার্ডপ্রেস জানা হয়ে গেলে আপনি এবার বেসিক ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্সটি করার জন্য প্রস্তুত। লিংক: https://www.youtube.com/watch…
এরপর আপনি এডভান্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্সটি শুরু করুন: https://www.youtube.com/playlist…
ওয়ার্ডপ্রেসের আরও জানার জন্য কিছু রিয়েল লাইফ প্রজেক্ট করুন এবং ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি এবং স্পিডআপের কোর্সদুটা কমপ্লিট করুন
এগুলা শিখতে আপনার বছর দুয়েক সময় লাগতে পারে। যদি আপনি নিয়মিত সময় দেন। এগুলা শেখার পর আপনি হয়ে যাবেন প্রো-ডেভেলপার।
আর শেখার সবচাইতে ভালো উপায় হল অন্যকে হেল্প করা, শুধু এই জিনিসটা কন্টিনিউ করতে পারলে আপন
ধন্যবাদ।
Social Plugin