Type Here to Get Search Results !

ছাত্র আন্দোলন এর স্ট্যাটাস #1

 শনিবারের ঘটনার সময়, আমি আর আমার বউ পপুলারে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। কিছুকিছু ঘটনার সাক্ষী আমরাও ছিলাম।

পুরো পথ রিকশা করে এসে সায়েন্স ল্যাবের মোড়ে এসে দেখি প্রচুর ভাঙ্গা কাচ আর গাছের ডাল। মোড়েই জটলা পেকে দাড়িয়ে আছে কিছু ২৫-৩০ বছরের ছেলে পেলে। তার মধ্যে থেকে হঠাৎ করে তাদের ভেতর থেকেই কয়েকজন চীৎকার দিয়ে উঠলো "জয় বাংলা"। আমি বলে নেই, "জয় বাংলা" বললেই যে তারা আওয়ামী লিগের হবে এটা ভাবার কোন কারন নাই। অন্তত, এই সময়টাই; যখন সেবোটাজ হচ্ছে সব দিকেই। এই পরিস্থিতে আমাদের রিকশাওয়ালা আগাতে চাচ্ছিল না। অনেকটা জোর করেই তাকে নিয়ে এগিয়ে গেলাম। একটু আগানোর পড়ে স্কুল পড়ুয়া কিছু ছেলে পেলে সায়েন্স ল্যাবের মোড়ের ওই ছেলেদের দেখিয়ে অন্যদের বলছিল, ওদিকে যাইয়েন না, ওরা পিটাবে। আল্লাহই জানে যে ওরা আসলে কারা?

আমরা যখন পপুলারে ঢুকি, তখন দেখছিলাম স্টার কাবাবের ভেতরে অনেকগুলো স্কুল ড্রেস পরা ছোটছোট ছেলেপেলে উকি দিচ্ছে। এর মানে জিগাতলায় যে আক্রমন হয়েছে, তার থেকে এই ছেলে পেলে গুলো কেবল ফিরেছে। এর পর উপরে গিয়ে ডাক্তারের সিরিয়াল দেই। ক্ষুধা লেগে গেলে নিচে নামি, তখন দেখি একজনের মাথায় হাত দিয়ে আছে আর আরেকজনের কানে হাত দিয়ে আছে। দুইজনের গাল ভরে আছে রক্তে। ওরা হয়ত পপুলারে এসেছিল প্রাথমিক চিকিৎসা নিতে। কিন্তু, অবাক হয়ে দেখলাম ওরা ওভাবেই মাথায় আর কানে হাত দিয়ে দেখছে রাস্তায় কি কি ঘটছে। ওদের কোন সাথী পথেই রয়ে গেল কিনা বুঝলাম না।

এই ঝামেলায় ডাক্তারও হেঁটে আসলেন অনেক পরে। অনেক রাতে পরে চলে যেতে হলো।

কিন্তু প্রশ্ন হলো, যারা একদম ১০০% কনফার্ম হয়ে বলছে "গু-job সব গু-job" এরা তাহলে কি জানে, যা আমরা প্রত্যক্ষদর্শীরা জানি না? তাহলে ওখানে আসলে কি ঘটেছিলো? যারা ছিলো, তাদের মতো আমারও একই প্রশ্ন।

Top Post Ad

Below Post Ad