Type Here to Get Search Results !

বাংলা সিনেমা রিভিউঃ অগ্নি

বাংলা সিনেমা “অগ্নি” দেখলাম, শুধু পুরানো ধাচের ডায়লগ গুলো বাদ দিলে মোটামুটি ভালোই লেগেছে। মনে হলো অনেকটা পরিবর্তন এসেছে। এই সিনেমার প্রধান চরিত্র নায়িকা “মাহি” । বেশ সুন্দরী,তাই ধৈয্য সহকারে পুরো সিনেমাটা দেখলাম 

কাহিনীঃ
বেশির ভাগ বাংলা সিনেমার কাহিনী একই,এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি… মা-বাবা হত্যার প্রতিশোধ  

এ অধ্যায়ে যা শিখলামঃ
বাংলা সিনেমার আমূল পরিবর্তন সম্ভব 
থাইল্যান্ডের আইনী ব্যবস্থা অনেক দূর্বল 
সিনেমার নায়িকা হলেই অনেক ভারী অস্ত্র একহাতে তোলা যায় 

উপদেশঃ
কেউ যদি সিনেমাটি দেখতে চান সাথে টিস্যু নিয়ে যাবেন কারন নায়িকার কন্নায় চোখে জল আসতে পারে 

পরিশেষেঃ
আমাদের প্রত্যেকেরই দেশীয় সংষ্কৃতির প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ বাড়ানো উচিৎ ।চলুন আমরা বাংলা সিনেমার ভক্ত হয়ে যাই 

Top Post Ad

Below Post Ad