অশ্লীলতার বিরুদ্ধে সচেতন হউন ঃ
মুসা (আঃ) তাঁর কওম কে দ্বীনি দীক্ষা দিচ্ছিলেন একটি সমাবেশ করে । সেই সময় একটু দুর পথ দিয়ে বাদ্যসমেত নর্তকী নিয়ে কারুন যাচ্ছিল । দ্বীনী দীক্ষা ফেলে লোক জন নর্তকীর পিছে ছুটল । মুসা (আঃ) এত করে লোকদের ডাকল কিন্তু কে শুনে কার কথা ? সবাই তখন নর্তকীর নাচ দেখার ঘোরে বিভোর ! অসহায় ঠায় দাড়ানো মুসা কে (আঃ) দাম্ভিক কারুন বললো ঃ হে মুসা তুমি ত ভালোর প্রচার করছিলে লোক ডেকে আর আমি কাউকেই ডাকি নাই, দেখো তারা আপনা আপনি আমার দিকে ছুটে আসতেছে । কই তোমার সুন্দর দ্বীন ??
অশ্লীলতার দিকে অনির্বাণ মাদকতা সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই ছিল, এখনক আছে, পরেও থাকবে । ভালো পেজে আমাদের লাইক থাকে না, ভালো পোস্টে আমরা লাইক দেই না, কিন্তু অশ্লীল পেজ, পিকে লাইক দিয়ে দেই ! এই যে আদিম কামুক চরিত্র তাকে আমরা অস্বীকার করতে পারি না অনেকেই, যারা পারে না তাদের আমরা বলি পতিত নষ্ট মানুষ । কিন্তু একে আত্মনিয়ন্ত্র করে যে সমাজে বেঁচে থাকে সেই প্রকৃত মানুষ । তাই তো বলা হয় "মনে পশুত্ব কে জয় করাই বড় যুদ্ধ (জিহাদ )" আমরা অনেকেই ভুলে, অবচেতনে অশ্লীলতার প্রচার করছি, আমাদের কে ভাবতে হবে এই অশ্লীলতা কে আমরা রোধ করতে না পারলে আমাদের পরে প্রযন্ম কিন্তু আরো আরো অশ্লীলতা তথা নষ্টে চুড়ান্ত হবে । তাই আসুন আজ এই মুহুর্ত থেকে পুদিনা পাতা, কচু পাতা, আরো যা যা পেজ আছে দেশি-বিদেশী সব পেজে আনলাইক দেই, আপনার মিচুয়াল ফ্রেন্ড যারা অই সব পেজে লাইক দিছে তাদের কে বলুন আনলাইক দিতে । যদি না দেয় ব্লক করুন ।
এবার আসি আরেকটি গল্পে । এক রাজা বিরাট এক দিঘি করে রাজকীয় পাগলামী তে সিদান্ত নিল সেই দিঘি ভরপুর হবে দুধ দিয়ে । রাজ্যে হুকুম করলেন সব প্রজা যেন আজ রাতে এক বাটি দুধ দিঘি তে ঢেলে দেয়। সবাইর দুধ দিয়ে হবে দুধের দিঘি ! সব প্রজা মনে মনে ভাবল আমি যদি দুধের বদলে পানি দেই তাহলে কি আর এমন ক্ষতি হবে ? তো এই চিন্তাট অন্য সব প্রজারও ছিল সবাই ভাবল আমি পানি দেই, অন্যেরা তো বেকুপ তারা দুধ দেবে। সকালে উঠে দেখা গেল দিঘিটি দুধের না হয়ে পানির দিঘী হয়ে আছে । মানে সবাই পানি দিছে !
অপ্রসাঙ্গিক এই গল্প থেকে শিক্ষা নিতে পারি আমি আনলাইক দিলে কি হবে বাকী দের লাখ ফ্যান দিয়ে অই পেজ তো ভালোই চলবে ? আমি অই পেজে রিপোর্ট না দিলেও কোন ক্ষতি নেই, বাকীরাতো দিচ্ছে ! না বন্ধু আপনি আপনার দায়িত্ব এভাবে এড়াবেন না । ওক্কে আরেকটি গল্প বলি দয়া করে বিরক্ত হবেনা না।
সমুদ্রের পাড়ে জেলেরা জাল দিয়ে মাছ ধরে বড় মাছ গুলা নিয়ে গেল আর ফেলে গেলে ছোট ছোট অসংখ্য পোনা মাছ। এই মাছ গুলা অকালে বেহ্যদা মারা পড়ছে । এক মানবিক হৃদয়ের লোক দুই হাতে যা পারল তা নিয়ে দুর সমুদ্রের পানি তে মাছ গুলোকে ফেলে জীবন বাচাচ্ছে বার বার … এই অহেতুক (!) কাজ দেখে এক লোক বললো থ্মি কহটার জীবন বাঁচাবে ? প্রতিদিন এখানে লাখ লাখা মাছ মারা যায়। মানবিক লোকটি বললো "দেখো যা বাঁচলো তাই বা মন্দ কি ? শান্তনা থাকবে কিছু মাছের জীবন বাঁচালাম"
এই তিনটি গল্পের ভেতর আমি আমার সব কথা, আকুতি বলে ফেলেছি । আপনারা এবার সিদান্ত নিন কি করবেন
Social Plugin