Type Here to Get Search Results !

মাহমুদুর রহমানকে যখন গ্রেফতার করে তখন ......

মাহমুদুর রহমানকে যখন গ্রেফতার করে তখন দেখছিলাম দুই ডিবি অফিসার বিপুল ভাবসাব নিয়ে মাহমুদুর রহমানের অফিস থেকে দুইটা মনিটর নিয়ে বের হচ্ছে কোন না কোন ভাবে তাদের ধারণা হয়েছে মনিটরের ভিতরেই সবকিছু লুকানো আছে

আজকে দেখলাম সাকার রায় ফাঁস হওয়া নিয়ে তল্লাসি চালিয়ে ব্যাপক ভাবসাব নিয়ে প্রিন্টার নিয়ে বের হচ্ছে কোন না কোন ভাবে তারা ধরেই নিছে এই প্রিন্টার দিয়ে যেহেতু প্রিন্ট হয়েছে তাই এটাতেই সবকিছু

পরে দেখি দুই কর্মকর্তা মুখ গোমড়া করে সিপিউ নিয়ে বের হচ্ছে হয়তো তারা ভাবছে ধুর আসল জিনিস প্রিন্টারইতো অন্যরা নিয়ে নিলো আমরারে দিছে বাতিল মালগুলো — feeling ডিজিটাল বাংলাদেশ.

Top Post Ad

Below Post Ad