Type Here to Get Search Results !

একজন ব্যক্তি অনন্ত জলিলকে ১০ এর মধ্যে ১১০ দেব

অভিনেতা হিসেবে অনন্ত জলিলকে আমি ১০ এর মধ্যে ০ (শূণ্য) দেব কিন্তু একজন ব্যক্তি অনন্ত জলিলকে ১০ এর মধ্যে ১১০ দেব। অলরেডি আমরা সবাই জানি যে , সে দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে মাল্টিপ্লেক্স করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বর্তমান চলচিত্রে যে ডিজিটালাইজড করার প্রবনতা এটা তার মাধ্যমেই শুরু হয়েছে এটা মানতেই হবে ।

আজ আবার একটা খবর জানতে পারলাম, অনন্ত জলিল নাকি একাই ২ টা এতিম খানা চালায় আর ঢাকার অদুরে ২৮ বিঘা জমির উপর একটা বৃদ্ধাশ্রম খুলতে যাচ্ছে খুব শীঘ্রই। স্বাধীনতার পর এই ৪২ বছরে অনেক বড় বড় সুপার ডুপার স্টার আসছে গেছে। অনেকে অনেক বুলি আউরিয়েছে। কিন্তু বাস্তবে কে কয়টা চুল ছিড়ছে ?? বরং দেখা গেছে অনেকে নিজেদের ফেসভেল্যু কাজে লাগিয়ে জনপ্রতিনিধির দলে এসে উল্টো জনগণের রক্ত আরো চুষে খেয়েছে। তুলনা করলে ঠিক হবে কি না জানিনা তারপরও আজ আরেকবার মনে পড়ে গেল ভারতের সেই বিগ স্টার রজনীকান্তের কথা । যার ক্যারিয়ার শুরু হয়েছিল একজন সামান্য কন্ডাক্টর হিসেবে।

লাইফের সাথে স্ট্রাগল করে আজ সে এই পর্যায়ে । সে তো ঠিকমত কথাই বলতে পারতো না। এখনও শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না । অথচ বলিউডের বাঘা বাঘা Actor বিগ-বি, শাহরুখ, সালমান,আমির,অক্ষয়রা তাকে স্যালুট জানাতে দ্বিধা করেনা। তাকে নিয়ে ইন্ডিয়াতে হাজার হাজার জোকস প্রচলিত থাকলেও তারা কিন্তু তার পোস্টার আর মূর্তির পুজোও করে। আর অনন্ত তার ক্যারিয়ার শুরু করে সামান্য গার্মেন্টসকর্মীহিসেবে । জীবনের সাথে যুদ্ধ করে এখন তার এই অবস্থান । বর্তমানে সে নিজেই ১৯টা গার্মেন্টেস এর মালিক। (It’s Huge) এটা কিন্তু ফেলে দেবার মত কথা নয়।

অনন্তকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো ? “ তুমি যেভাবে আছ সেভাবেই চালিয়ে যাও গুরু । তোমার ভাল Acting করতে হবেনা । তোমার সিরিয়াস ডায়লগে হো হো করে হেসে মজা নেব, তোমাকে নিয়ে জোকস বানাবো, তোমাকে সুযোগ পেলেই পচাবো । কিন্তু তোমাকে স্যালুট জানাতে ভুলবো না। ভাল Actor থেকে ভাল মানুষ অনেক ভালো

Top Post Ad

Below Post Ad