২০০৫ এ সর্বপ্রথম ফেইসবুক একাউন্ট খুলি তখন ফেইসবুক ছিলো আরবের মরুভুমির মতো কোথাও কেউ নেই ০৬,০৭ এমনিতেই গেলো ২০০৮ এ এসে ব্লগের কল্যানে দুই একজনের সাথে পরিচয় এবং ফেইসবুকে দুই একজনকে খোজে পাওয়া একটা দুইটা স্ট্যাটাস এবং একটা দুইটা লাইক
তখন টেকটিউনস আর সামুর সেই অবস্হা ধুমছে টেকি ব্লগ লিখতাম ফেবুর কোন খবরই ছিলোনা
২০১০ এর পরে আস্তে আস্তে ফেইসবুকে দেখলাম মানুষ আসা শুরু করলো এবং তাদের অভিযোগ তুই কি লিখস আমরা বুঝিনা ,বক্স বক্স আসে । ঘটনা কিছুনা আমি প্রথম থেকেই অভ্রতে লিখতাম তাই কেউ বুঝতোনা কারণ বাংলা তখনও পিসি /মোবাইলে সহজলভ্য হয়নি
আস্তে আস্তে এই ফেইসুবকে মানুষ আসা শুরু করলো ...তারা দল লীগ শিবিরে বিভক্ত হলো ...তারা মুক্তিযোদ্ধা রাজাকারে বিভক্ত হলো .....তারা ক্যাচাল করা শিখলো তারা আস্তিক নাস্তিকে বিভক্ত হলো
ফেইসবুকে সেলিব্রেটি ইউজার আসলো তারা নানা ধরনের হাস্যরস করে স্ট্যাটাস দেয় আর পাবলিক হাসতে হাসতে উল্টাইয়া পড়ে কেউ কেউ আবার সেলিব্রেটিদের ল্যান্জা ধরে সেলিব্রেটি হওয়ার চেষ্টা করলো ইত্যাদি ইত্যাদি
একসময়ের মরুভুমি হয়ে গেছে ঢাকা শহরের মতো গিছ গিছ তারপরও এখানে মানুষ বার বার আসে কারণ বার বার ফিরে আসার মতো যথেষ্ট আনন্দদায়ক কারণ কিন্তু আছে
তখন টেকটিউনস আর সামুর সেই অবস্হা ধুমছে টেকি ব্লগ লিখতাম ফেবুর কোন খবরই ছিলোনা
২০১০ এর পরে আস্তে আস্তে ফেইসবুকে দেখলাম মানুষ আসা শুরু করলো এবং তাদের অভিযোগ তুই কি লিখস আমরা বুঝিনা ,বক্স বক্স আসে । ঘটনা কিছুনা আমি প্রথম থেকেই অভ্রতে লিখতাম তাই কেউ বুঝতোনা কারণ বাংলা তখনও পিসি /মোবাইলে সহজলভ্য হয়নি
আস্তে আস্তে এই ফেইসুবকে মানুষ আসা শুরু করলো ...তারা দল লীগ শিবিরে বিভক্ত হলো ...তারা মুক্তিযোদ্ধা রাজাকারে বিভক্ত হলো .....তারা ক্যাচাল করা শিখলো তারা আস্তিক নাস্তিকে বিভক্ত হলো
ফেইসবুকে সেলিব্রেটি ইউজার আসলো তারা নানা ধরনের হাস্যরস করে স্ট্যাটাস দেয় আর পাবলিক হাসতে হাসতে উল্টাইয়া পড়ে কেউ কেউ আবার সেলিব্রেটিদের ল্যান্জা ধরে সেলিব্রেটি হওয়ার চেষ্টা করলো ইত্যাদি ইত্যাদি
একসময়ের মরুভুমি হয়ে গেছে ঢাকা শহরের মতো গিছ গিছ তারপরও এখানে মানুষ বার বার আসে কারণ বার বার ফিরে আসার মতো যথেষ্ট আনন্দদায়ক কারণ কিন্তু আছে
Social Plugin