কোনো মানবী পরীর মতো এত সুন্দর কীভাবে হয়, ভেবে পাই না! মেয়েটি তার অজান্তেই আমাকে দিয়ে কবিতা লিখিয়ে নেয় রোজ। তবে তার প্রেমে পড়েছি, তা নয়। তার সৌন্দর্য, স্নিগ্ধতা ও চঞ্চলতা আমাকে আবেশিত করেছে, করেছে আচ্ছন্ন। সেই মানবী হয়তো বাস্তবজগতেরই কেউ না; তবু তার একটি নাম দিয়েছি...অপ্সরা।
Social Plugin