বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে
আজ মাস্টার্সের টিউটরিয়াল পরীক্ষা ছিল। সকাল থেকে তন্য-তন্য হয়ে এডমিট কার্ড খুজা, শেষে না পেয়ে এডমিট ছাড়াই পরিক্ষার হলে যাওয়া।
পরিক্ষা শেষে রিক্সায় অফিসে আসার পথে হঠাৎ বৃষ্টিতে (প্রচন্ড বৃষ্টি) মোবাইলে পানি ঢুকে যায়, ঠিক হবে কিনা যানি না। ভয়ে ভয়ে ছিলাম ম্যাকটাও বুঝি গেল। আল্লাহর অশেষ কৃপায়, ব্যাগের ভিতরের পকেটে থাকায় ম্যাকবুকটা অল্পের জন্য বেঁচে গেছে, তবে চার্জার বের করে দেখি ঐটা ঠান্ডা হয়ে আছে, ঠিক আছে কিনা জানিনা? — feeling হতাশা.
আজ মাস্টার্সের টিউটরিয়াল পরীক্ষা ছিল। সকাল থেকে তন্য-তন্য হয়ে এডমিট কার্ড খুজা, শেষে না পেয়ে এডমিট ছাড়াই পরিক্ষার হলে যাওয়া।
পরিক্ষা শেষে রিক্সায় অফিসে আসার পথে হঠাৎ বৃষ্টিতে (প্রচন্ড বৃষ্টি) মোবাইলে পানি ঢুকে যায়, ঠিক হবে কিনা যানি না। ভয়ে ভয়ে ছিলাম ম্যাকটাও বুঝি গেল। আল্লাহর অশেষ কৃপায়, ব্যাগের ভিতরের পকেটে থাকায় ম্যাকবুকটা অল্পের জন্য বেঁচে গেছে, তবে চার্জার বের করে দেখি ঐটা ঠান্ডা হয়ে আছে, ঠিক আছে কিনা জানিনা? — feeling হতাশা.
Social Plugin