Type Here to Get Search Results !

আজ সত্যি মেয়েদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেলো

আজ সত্যি মেয়েদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেলো!!




আমার একটা ফ্রেন্ডের একটা ছাইয়া আইডি আছে, তার গার্লফ্রেন্ডের জন্য খুলছিলো কিন্তু তার গার্লফ্রেন্ড ফেসবুক ইউজ করে না। তো আজ হটাত করে আমার ল্যাপটপ থেকে লগ ইন করলো। ঢুকে দেখি ২২ টা ফ্রেন্ড রিকোয়েস্ট এবং আর ৪৫ টা আনরিড মেসেজ।




তো আমার ফ্রেন্ড একটা স্ট্যাটাস দিলো, "আজ আমার মন খারাপ অনেক"!

.

.

.

.

.

.

১০ মিনিট পর-




১৬০ লাইক।

৯৫ কমেন্ট।

৫ জন আবার এই এক লাইনের স্ট্যাটাস শেয়ারও দিয়েছেন।




আর ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেলো এক লাফে ২০ থেকে ১৪৫।

আর ইনবক্স??




পুরা কাল বৈশাখী ঝড়_ _ _ _




- কেন মন খারাপ?

- হাই?

- আই লাভ ইয়্যু আমি তোমার মন ভালো করে দিব!

- দোকানে বসা ছবি পাঠালো একজন।

- কয়েজন কবিতা আর গানের কলিও লিখে পাঠালো!




আমার দোস্ত আমাকে দিলো চ্যাট করতে! বললো, তুই তো খুব দ্রুত টাইপ করস, আজ দেখি তোর কত ক্ষমতা!! আমি চ্যালেঞ্জ একচেপ্ট করলাম! তারপর_ _




প্রথমে ১৫ মিনিট নিজের টাইপিং এর সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চ্যাট করলাম। কিন্তু একটূ পরেই সবাই আমাকে ধরাশায়ি করে ফেললো!! সবাইকে যদি জাস্ট "হাই"ও দেই তাহলেও আজ রাত পার হয়ে যাবে চ্যাট করতে করতে!! কয়েকজন আবার ভিড্যু চ্যাট রিকোয়েস্টও দিলো!




এ থেকে আজ যা শিখলামঃ




১- বাংলাদেশের এখনো ৮০% পুরুষ ফেসবুক ইউজার এখনো ছাইয়া আইডি কি জিনিস চিনে না!




২- এই ৮০ পার্সেন্ট পুরুষ ফেবু ইউজার এখনো ফেসবুকে আসে গার্লফ্রেন্ড খুঁজতে!




৩- মেয়েদের আইডি চালাইতে গেলে চ্যাট করার সময় নিজেকে মেয়ে মেয়ে লাগে!!




৪- একটা হরিণ যখন একদল হায়নার সামনে পড়লে যে অবস্থা হয় ছাইয়ার অবস্থাও সেইরকম হয়ে যায়! এতো মেন্টাল স্ট্রেস নেওয়া কোন ছেলের পক্ষেই নেওয়া সম্ভব না!!




এটাতো গেলো নর্মাল একদম প্রাথমিক লেভেলের এক ছাইয়া আইডির অবস্থা, আর সেখানে যে মেয়েরা রিয়েল আইডি চালায় তাদের কি অবস্থা হয় ভাবতেই শরীর ঠান্ডা হয়ে আসছে ভয়ে!! হে নারী, তোমাদের ধৈর্য অনেক। তোমারা অনেক মহান!!




আর হে অবোধ পুরুষ ফেসবুকারগন, ফেসবুক ইউজের আগে ছাইয়া আইডি চিনে নিন! নয়তো সারাজীবন চলে যাবে চ্যাট বক্সে হাই হেলো করতে করতে মাগার রিপ্লাই আসবে না কোন দিন!




আর সব নেপোলিয়ানেরর সুরে সুর মিলিয়ে বলতে চাই- "তোমরা আমাকে একটা ছাইয়া আইডি দাও, আমি তোমাদের একজন ফেসবুক সেলিব্রেটি উপহার দিব!"

Top Post Ad

Below Post Ad