মানুষের জীবনের প্রবাহ আসলেই অদ্ভুত। আপনি হয়তো আজ একটি বিষয় নিয়ে খুব আক্ষেপ করছেন, কোন একদিন হয়তো দেখবেন আপনারই কারণে অন্য কেউ একই ধরনের আক্ষেপ করছে। এজন্যই আজকাল আক্ষেপ জিনিসটাকে একবারেই বিদায় দিয়ে দিয়েছি জীবন থেকে। কি হবে এতসব আক্ষেপ করে? যা হবার তাই তাই হবে আর যা হয়েছে তা হয়তো হবারই ছিল। একটা কথা প্রচলিত আছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আসলে কথাটা হওয়া উচিত ছিল মানুষের জীবন প্রবাহে শেষ কথা বলে কিছু নেই। সময়ের চক্র ঘুরে ভালো সময় আসবেই, এটাতে বিশ্বাস রাখি আর এটাই শ্রেয় আমার মনে হয়।
# জীবন সম্পর্কিত বিস্তর উপলব্ধি। বুঝি তো অনেক কিছুই ভায়া...তবু তো মানি না কিছুই…
# জীবন সম্পর্কিত বিস্তর উপলব্ধি। বুঝি তো অনেক কিছুই ভায়া...তবু তো মানি না কিছুই…
Social Plugin